তিউনিসিয়া ফেরত ১৭ জনের মধ্যে ৪ জন ব্রাহ্মণবাড়িয়ার
তিউনিসিয়ায় তিন সপ্তাহ সাগরে ভেসে থাকা ৬৪ জন বাংলাদেশির মধ্যে ১৭ জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৪ জনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বলে জানা গেছে।
শুক্রবার (২২ জুন) বিকেলে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিউনিসিয়া থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই ৪জন।
তারা হলেন, ধরখার ইউনিয়নের ছতুরা শরীফ এলাকার খেবজু মিয়ার ছেলে সাহাজুল খন্দকার (২৩), একই এলাকার ইউনুছ জমাদারের ছেলে ইদ্রিস জমাদার (২৪), হীরাপুর বড় কুড়িপাইকার আঃ আহাদ শিকদারের ছেলে নেয়ামত শিকদার (১৮) ও আঃ জব্বার ওরফে নান্নুর ছেলে আবু বক্কর ছিদ্দিক (২৩)।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আরিফুল আমিন জানান, তিন সপ্তাহ তিউনিসিয়া উপকূলে ভূমধ্যসাগরে ভেসে থাকা অবৈধ পথে অভিবাসন প্রত্যাশী ৬৪ বাংলাদেশির মধ্যে ১৭ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। ইমিগ্রেশন পুলিশ তাদের নাম ঠিকানা নিশ্চিত করেছে। ভুক্তভোগীরা যদি এই বিষয়ে কোনো অভিযোগ দেয়, তাহলে আমরা আইনত ব্যবস্থা গ্রহণ করব।