টোল আদায় কমেছে সৈয়দ নজরুল ইসলাম সেতুতে

  • আল মামুন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া
  • |
  • Font increase
  • Font Decrease

সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা

সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে তিতাস নদীর ওপর নির্মিত সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় টোল আদায় কমেছে ভৈরব-আশুগঞ্জ সীমানায় মেঘনা নদীর ওপর নির্মিত সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর। সংশ্লিষ্টদের দাবি, সেতুটির রেলিংসহ চতুর্থ স্প্যান ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটে যানবহন চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। যার নেতিবাচক প্রভাব পড়েছে সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর টোল আদায়ে। সেতুর টোল আদায়কারী প্রতিষ্ঠান সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ১৮ জুন ওই সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কর্তৃপক্ষ এই রুটে যানবহন চলাচল বন্ধ ঘোষণা করে। তবে বিকল্প রুটে যাত্রী না থাকায় টোল আদায় কমেছে। তবে ক্ষতিগ্রস্ত সেতু মেরামতে আরও ১০-১২ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে সওজ।

বিজ্ঞাপন

সওজ সূত্রে জানা গেছে, সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকা-হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট-সুনামগঞ্জ রুটে চলাচলকারী সব ধরনের যানবাহনকে সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ রুটে চলাচলের নিদের্শনা দেওয়া হয়। ফলে এই রুটে দৈনিক প্রায় দুই থেকে আড়াই হাজার যানবাহন কমেছে।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/23/1561279356722.jpg
আর সেতুর টোল আদায়কারী প্রতিষ্ঠান সিএনএস কর্তৃপক্ষের দাবি, গত ১৬ জুন এই সেতু দিয়ে ১০ হাজার ৪০০, ১৭ জুন ১০ হাজার ৮৬, ১৮ জুন ৯ হাজার ৯০০, ১৯ জুন ৮ হাজার ৭০০ এবং ২০ ‍জুন ৮ হাজার ১০০ যানবাহন চলাচল করেছে। যা আগের তুলনায় দৈনিক দুই থেকে আড়াই হাজার কম। এতে দিনে ৪-৫ লাখ টাকা টোল কম আদায় হচ্ছে।

এ বিষয়ে সিএনএস-এর সহকারী ম্যানেজার মো. জয়নাল আবেদিন বার্তা২৪.কম-কে বলেন, ‘শাহবাজপুরের সেতু সমস্যার কারণে যান চলাচল কমেছে। যার নেতিবাচক প্রভাব পড়েছে টোল আদায়ে।’

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া সওজ-এর নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন বার্তা২৪.কম-কে বলেন, ‘ক্ষতিগ্রস্ত সেতু মেরামত ও বেইলি সেতু স্থাপনের জন্য দিনরাত কাজ চলছে। শিগগিরই আমরা সেতুটি খুলে দেব। পাশাপাশি এখানে ফেরি পারাপারের ব্যবস্থাও করা হচ্ছে।’