ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় নিতাই দাস (৪৫) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার সুলতানপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। তারা হলেন- সদর উপজেলার ঘাটিয়ারার আজম ভূঁইয়া ও মাসুম মিয়া। তারাও অটোরিকশার যাত্রী ছিলেন।
নিহত নিতাই দাস সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের শ্যামনগর গ্রামের গৌরাঙ্গ দাসের ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।
পুলিশ জানায়, সকালে মাছ নিয়ে নিতাই ব্যাটারিচালিত অটোরিকশায় জেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে অটোরিকশাটি মহাসড়কের সুলতানপুরে আসার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন অটোরিকশায় থাকা তিনজনই। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা নিতাই দাসকে মৃত ঘোষণা করেন।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।