রোগী সেজে ভুয়া নারী কবিরাজ ধরল পুলিশ
রোগী সেজে ভুয়া নারী কবিরাজ ধরলেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফজাল হোসেন।
শনিবার (২৭ জুলাই) বিকেলে ভুয়া কবিরাজ হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মফিজুলের স্ত্রী মারজানা আক্তারকে আটক করা হয়। রোববার (২৮ জুলাই) সকালে তাকে জেলহাজতে পাঠানো হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ভুয়া কবিরাজের মাধ্যমে সাধারণ জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে সুকৌশলে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে একটি দালাল চক্র । মারজান কবিরাজের বাড়ির আশপাশে একটি চক্র রোগী সেজে ঘরে প্রবেশ করে । উপকার পাওয়ার কথা বলে তারা উপস্থিত রোগীদের প্রতারণার জালে ফেলে ।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আফজাল হোসেন জানান, রোগী সেজে ভুয়া কবিরাজ মারজানকে আটক করা হয়েছে। উপজেলায় কোনো ভুয়া কবিরাজ প্রতারণার মাধ্যমে কাউকে ধোঁকা দিয়ে অর্থ আত্মসাৎ করতে পারবে না। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
অভিযানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন, হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি, ওসি (তদন্ত) আবদুর রশিদসহ নারী পুলিশ সদস্যরা।