অপরাধের ক্ষেত্রে পুলিশকেও ছাড় দেয়া হবে না
‘মাদক-সন্ত্রাস, জঙ্গিবাদ ও চাঁদাবাজ দমনে পুলিশ প্রশাসন জিরো টলারেন্সে থেকে কাজ করবে। দলমত নির্বিশেষে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। অপরাধের সঙ্গে জড়িত থাকলে পুলিশ সদস্যদেরকেও ছাড় দেয়া হবে না। এই ক্ষেত্রে পুলিশ সদস্যদের বিরুদ্ধেও নিয়মিত মামলাসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর জেলার নবাগত পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, ‘সাংবাদিকরাই জনগণ ও পুলিশের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করে। অপরাধ দমন ও প্রতিরোধে পুলিশের সহায়ক শক্তি হিসেবে সাংবাদিকরা কাজ করছেন। সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। সুন্দর সমাজ গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাভেল, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মারুফা নাজনীন, ডিআইওয়ান ইকবাল হোসেন, ডিবির ওসি মোক্তার হোসেন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া প্রমুখ।