গোপালগঞ্জে অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গোপালগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

মেয়াদোত্তীর্ণ আইসক্রিম ও চিপস ধ্বংস, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মেয়াদোত্তীর্ণ আইসক্রিম ও চিপস ধ্বংস, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ী বাজার থেকে মেয়াদোত্তীর্ণ আইসক্রিম ও চিপস জব্দ এবং স্পটে ধ্বংস করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এছাড়া দুটি প্রতিষ্ঠানকে অনিয়মের দায়ে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৪ আগস্ট) গোপালগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

শামীম হাসান জানান, গোপালগঞ্জের ভেন্নাবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স দিলীপ স্টোরকে মেয়াদোত্তীর্ণ আইসক্রিম বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৩৭ ধারায় দুই হাজার টাকা এবং মেসার্স নয়ন স্টোরকে মেয়াদোত্তীর্ণ চিপস বিক্রির দায়ে একই ধারায় দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ক্যাব, গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো. মোজাহারুল হক বাবলু উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন