ডেঙ্গু রোগে মারা গেলেন কলেজছাত্রী খালেদা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ডেঙ্গু রোগের চিকিৎসা নিচ্ছেন রোগীরা, পুরনো ছবি

ডেঙ্গু রোগের চিকিৎসা নিচ্ছেন রোগীরা, পুরনো ছবি

ফরিদপুরের মধুখালী উপজেলার সদরে অবস্থিত সরকারি আইনউদ্দিন কলেজের স্নাতক শেষ বর্ষের এক শিক্ষার্থীর ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছে। তার নাম খালেদা আক্তার (২০)।

সে উপজেলার মেগচামী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেগচামী মধ্যপাড়া গ্রামের মাদরাসা শিক্ষক মো. সফিকুল ইসলাম খানের ছোট মেয়ে। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

জানা যায়, গত তিনদিন আগে সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরে ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় সকালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে এলাকাবাসী ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাসান আলী ডেঙ্গু জ্বরে খালেদার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, খালেদা ডেঙ্গু জ্বরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা গেছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, খালেদার মরদেহ ঢাকা থেকে মেগচামী গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছে।