হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চাঁদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নাতনির বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মো. আলী (৭০) নামের এক বৃদ্ধ। তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মধ্যবড়কুল মসজিদ বাড়ির হাসিমের ছেলে। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৭ আগস্ট) রাতে মারা যান তিনি।

রোববার (১৮ আগস্ট) সকালে মৃত মো. আলীকে মধ্য বড়কুল মসজিদ বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বিজ্ঞাপন

তার মেয়ের জামাতা জসিম উদ্দিন জানান, শনিবার সকালে তারা সহ পরিবারে উপজেলার রাজারগাঁও গ্রামের চৌধুরি বাড়িতে নাতনির বাড়িতে দাওয়াত খেতে যায়। বিকালে বাড়ি ফেরার সময় চাঁদপুর- কুমিল্লা সড়কের বাকিলা বাজারের পশ্চিম দিকে তাদেরকে বহনকারী সিএনজি চালিত অটোরিকশা উল্টে যায়। এতে মো. আলী, তার স্ত্রী মরিয়মসহ ছয় জন গুরুতর আহত হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তাদের মধ্যে মো. আলীর অবস্থা আশংকাজনক দেখে কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয় । পরে রাতে তার অবস্থা বেগতিক দেখে ঢাকায় নেয়ার পথে রাতেই মারা যান তিনি।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।