লক্ষ্মীপুরে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

লক্ষ্মীপুরে মাইন উদ্দিন শিব্বির নামে এক মাদক ব্যবসায়ীকে ৬ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনূর এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত শিব্বির লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর এলাকার মজিবুল হকের ছেলে। ২০১৮ সালের ১১ অক্টোবর পৌরসভার সমর উদ্দিন হাজী বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তখন তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ও ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা পুলিশের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে শিব্বিরের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষের আইনজীবী রাসেল মাহমুদ মান্না বিষয়টি নিশ্চিত করে জানান, ওই আসামিকে ৬ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।