শোককে শক্তিতে রূপান্তরের প্রত্যয়ে বৃক্ষরোপণ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ অনুষ্ঠিত, ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ অনুষ্ঠিত, ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ও শোককে শক্তিতে রূপান্তরের প্রত্যয়ে লক্ষ্মীপুরে বৃক্ষরোপণ করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণে কয়েকটি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, উপাধ্যক্ষ শহিদ উদ্দিন, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহজাহান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল ইসলাম, ড. মো. জাহিদুল ইসলাম, প্রধান সহকারী মোরশেদ আলম, অফিস সহকারী শাহেদ আজগর ও শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

জানতে চাইলে অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু স্ব-পরিবারে তার খুন হওয়ার ঘটনাটি দেশের জন্য একটি কালো অধ্যায়। তার স্মৃতিচারণেই কলেজ আঙ্গিনায় বৃক্ষরোপণ করা হয়েছে। এতে পরিবেশের সঙ্গে সঙ্গে কলেজের সৌন্দর্যও বৃদ্ধি পাবে।’