বাবার হত্যাকারীদের বিচার চেয়ে মেয়ের সংবাদ সম্মেলন
ব্রাহ্মণবাড়িয়ার কসবার মেহারী ইউনিয়ন পরিষদের সদস্য ও যুবলীগ নেতা শওকত হোসেন জসিমের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার মেয়ে জিদনী আক্তার।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে জিদনী বলেন, ‘বিএনপি নেতা জাকির হোসেন ও আওয়ামী লীগে অনুপ্রবেশকারী মোশারফ হোসেন মোর্শেদের নেতৃত্বে তাদের গুন্ডাবাহিনী বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গত ৫ জুলাই শওকত হোসেন জসিমকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় মামলা দায়েরের দুই মাস পেরিয়ে গেলেও মূল আসামি জাকির ও মোর্শেদকে ধরতে পারেনি পুলিশ।’
তিনি আরও বলেন, ‘খুনিরা হত্যা মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যে মামলার বাদী আমার চাচা আলাউদ্দিন, আমার দাদা শফিকুল ইসলাম এবং আমার আত্মীয় জাফরুল হোসেনের বিরুদ্ধে মিথ্যা মানব পাচার মামলা দিয়ে হয়রানি করছে।’
এ সময় তিনি মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে বাবার হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
সংবাদ সম্মেলনে নিহত শওকত হোসেন জসিমের মা নাজমা বেগম, স্ত্রী শিউলি আক্তার, ছেলে বায়েজিদ ও মামলার বাদী শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।