লক্ষ্মীপুরে ব্যবসায়ীর টাকা-মোটরসাইকেল ছিনতাই
লক্ষ্মীপুরে আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীকে মারধর করে দুই লাখ ৭৩ হাজার টাকা ও তার ব্যবহৃত মোটরসাইকেল ছিনতাই করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার মজুচৌধুরীর হাট সড়কের আম্বর ফিশারিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আনোয়ার শহরের গোডাউন রোডের মুদি (পাইকারি) ব্যবসায়ী ও শাকচর ইউনিয়নের বাসিন্দা।
চিকিৎসাধীন অবস্থায় ব্যবসায়ী আনোয়ার অভিযোগ করে বলেন, 'কয়েকটি দোকানে গিয়ে পাইকারি মালামাল বিক্রির বাকি দুই লাখ ৭৩ হাজার টাকা সংগ্রহ করি। টাকাগুলো ব্যাংকে জমা দেওয়ার জন্য মজুচৌধুরীর হাট থেকে লক্ষ্মীপুর ফিরছিলাম। হঠাৎ ৮-১০টি মোটরসাইকেল আরোহীরা আমাকে ঘেরাও করে। এ সময় মোটরসাইকেল থামালে কিছু বুঝে উঠার আগেই তারা আমাকে মারধর করতে থাকে। একপর্যায়ে আমার কাছে থাকা টাকা ও মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায় তারা।'
তবে এ ঘটনায় শাকচর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) সৌরভ হোসেন সাহেদ ও তার অনুসারীরা জড়িত রয়েছে বলে ভুক্তভোগীর অভিযোগ।
অভিযোগ অস্বীকার করে সৌরভ হোসেন সাহেদ বলেন, 'ছিনতাই ও হামলার ঘটনা শুনেছি। তবে এ ঘটনায় আমি ও আমার কোনো লোক জড়িত নয়। এটি আমার বিরুদ্ধে অপপ্রচার।'
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, 'ঘটনাটি কেউ আমাকে জানায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'