হাজীগঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চাঁদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

পুড়ে যাওয়া দুই দোকান, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

পুড়ে যাওয়া দুই দোকান, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকোরা গ্রামে আগুন লেগে দুই ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (৩০ আগস্ট) দিনগত রাত আড়াইটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লাগে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

স্থানীয় খন্দকার রাকিব ও জুয়েল জানান, রাত আড়াইটার দিকে স্থানীয় খন্দকার আল-আমিন ও খন্দকার মামুনের মালিকানাধীন দু’টি দোকানে আগুন লাগে। খবর পেয়ে হাজীগঞ্জ-শাহরাস্তি ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসে। তবে তার আগেই স্থানীয় লোকজন আগুন নেভাতে সক্ষম হন। দুই দোকান পুড়ে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত আল-আমিন বলেন, ‘আমার নতুন দোকানে বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির লোড ও বিকাশের টাকা ছিল। বিভিন্ন এনজিওতে আমার ঋণ রয়েছে। কি করে এতো বড় ক্ষতি কাটিয়ে উঠব, জানি না।’

বিজ্ঞাপন

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন রনি জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।