অসহায় শিক্ষার্থীরা পেল ছাত্রলীগের শিক্ষা উপকরণ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

শোকাবহ আগস্ট উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে ছাত্রলীগের উদ্যোগে অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ জনির উদ্যোগে বামনীর শামসুন্নাহার উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

এ সময় বিদ্যালয়ের হলরুমে ১০০ শিক্ষার্থীকে খাতা, কলম ও জ্যামিতি বক্স দেওয়া হয়েছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/31/1567241187614.jpg

বিজ্ঞাপন

এতে উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোক্তার হোসেন, বামনী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সফিকুর রহমান, সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নুর নবী সুজন, সাংগঠনিক সম্পাদক জুটন, বামনী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক আরিফ হোসেন রিয়াদ ও রাসেল আহমেদ প্রমুখ।

ছাত্রলীগ নেতা তারেক আজিজ জনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন ছাত্রলীগ। এ দেশটি আমাদের কাছে তার দেওয়া সর্বোচ্চ উপহার। বাঙালি জাতিকে শতভাগ শিক্ষিত করে গড়ে তোলা তার স্বপ্ন ছিল। তার সেই স্বপ্ন বাস্তবায়নেই ছাত্রলীগ সব সময় ইতিবাচক কাজ করে যাচ্ছে।’