কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে ৩ বাড়ি পুড়ে ছাই

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুড়িগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

অগ্নিকাণ্ডে তিনটি বাড়ি ভস্মীভূত হয়, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

অগ্নিকাণ্ডে তিনটি বাড়ি ভস্মীভূত হয়, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে তিনটি বাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় মাহবুবুর রহমান (৩০) নামে একজন আহত হয়েছেন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় ইউনিয়নের সতিপুরী গ্রামের মৃত আব্দুল লতিফ প্রামানিকের ছেলে ছুমির উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। গোয়াল ঘর থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে জানা যায়।

বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডে ছুমির প্রামানিকের তার দুই ছেলে মাহবুবুর রহমান ও আসাদুল হকের ৩টি গরু, ১টি ছাগল, ধান, পাট ও আসবাবপত্রসহ প্রায় সাড়ে ৪ লাখ টাকার মালামাল পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে রয়েছে।

সকালে বলদিয়া ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করে আর্থিক সহায়তা প্রদান করেন।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বাড়িঘর নির্মাণে দ্রুত আর্থিক সহায়তা প্রদান করা হবে।