রাজবাড়ীতে আবদুল জব্বার হত্যা: এক আসামির মৃত্যুদণ্ড
রাজবাড়ীতে আবদুল জব্বার মোল্লা হত্যা মামলায় আরজু মোল্লা (৩৬) নামে এক আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও ৪ আসামিকে ৩ বছর এবং ২ আসামিকে ১ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এই রায় ঘোষণা করেন রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরজু মোল্লা কালুখালীর দেওয়ালী গ্রামের বাসিন্দা।
৩ বছর করে সাজাপ্রাপ্তরা হলেন- রোজিনা বেগম, বিল্লাল মোল্লা, রাসেদ মোল্লা ও খোরশেদ মোল্লা। আর ১ বছর করে সাজাপ্রাপ্ত অপর দুই আসামি হলেন- এরশাদ মোল্লা ও শহর আলী।
জানা গেছে, ২০১৫ সালের ২৭ সেপ্টেম্বর রাতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আসামিরা আবদুল জব্বার মোল্লাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছেলে নাজমুল মোল্লা বাদী হয়ে কালুখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।
রাজবাড়ী জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) উজির আলী শেখ জানান, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।