নাটোরে পরিত্যক্ত ৬ রাউন্ড গুলি উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

চিহ্নিত স্থানে গুলিগুলোর সন্ধান মেলে, ছবি: সংগৃহীত

চিহ্নিত স্থানে গুলিগুলোর সন্ধান মেলে, ছবি: সংগৃহীত

নাটোরের বড়হরিশপুর পাওয়ার গ্রিড উপকেন্দ্রের সীমানা প্রাচীরের কাছ থেকে রাইফেল ও রিভলবারের ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে পরিত্যক্ত অবস্থায় গুলিগুলো উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, সোমবার বিকেলে কর্তব্যরত অবস্থায় পাওয়ার গ্রিড উপকেন্দ্রের সীমানা প্রাচীরের কাছ থেকে ছয় রাউন্ড গুলি দেখতে পান নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য মোস্তাফিজুর রহমান। পরে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। উদ্ধারের পর সদর থানায় গুলিগুলো হস্তান্তর করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান বলেন, ‘কিভাবে সংরক্ষিত স্থানে গুলিগুলো রাখা হলো, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’

বিজ্ঞাপন