ছোট বোনের সামনে ট্রেনে কাটা পড়ে বোনের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ব্রাহ্মণবাড়িয়া
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শহরে ট্রেনে কাটা পড়ে মাসুদা আক্তার (৩০) নামের এক নারী মারা গেছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের ভাদুঘর কুরুলিয়া খালের ওপর ব্রিজের কাছে এই ঘটনা ঘটে। এসময় নিহত মাসুদার ছোট বোন মারুফা আক্তার (২৬) গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

তারা নাসিরনগর উপজেলার শ্যামপুর গ্রামের আবেদ আলীর মেয়ে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, মাসুদা ৪ সন্তানের জননী৷ ৬/৭ বছর আগে স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়। সে ব্রাহ্মণবাড়িয়ায় তার ছোট বোন মারুফার বাসায় বেড়াতে এসেছিলেন।

বিজ্ঞাপন

সোমবার মারুফাকে নিয়ে মাসুদা ভাদুঘর কুরুলিয়া খালের রেলওয়ে ব্রিজের সঙ্গে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি মালবাহী কন্টেইনার ট্রেন কাছাকাছি আসতে দেখে দুইজন রেললাইন থেকে সরে যেতে চেষ্টা করেন। ট্রেনটি কাছাকাছি আসলে মারুফা নিরাপদ দূরত্বে সরে যেতে পারলেও মাসুদা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় মারুফার পায়ের কিছুটা অংশ ট্রেনে কাটা পড়ে।

তিনি আরও জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ মাসুদার মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আহত মারুফাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।