‘সন্তানদের ইন্টারনেটের পাশাপাশি বইয়ে উৎসাহিত করতে হবে’

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চাঁদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

লেখক-পাঠক মৈত্রীপ্রহর অনুষ্ঠানে বক্তব্য দেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

লেখক-পাঠক মৈত্রীপ্রহর অনুষ্ঠানে বক্তব্য দেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

সন্তানদের ইন্টারনেটের পাশাপাশি বই পড়ায় উৎসাহিত করতে অভিভাবকদের অনুরোধ করেছেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান ও কথা সাহিত্যিক সেলিনা হোসেন।

তিনি বলেছেন, ‘আজকে আমাদের বাবা-মা, সমাজসহ সকলের দায়িত্ব রয়েছে। তা হচ্ছে এই তথ্যপ্রযুক্তির যুগে নিজের সন্তানকে ইন্টারনেটের পাশাপাশি বই পড়তে উদ্বুদ্ধ করা।’

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর রোটারি ক্লাব মিলনায়তনে লেখক-পাঠক মৈত্রীপ্রহর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাহিত্য মঞ্চ এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিজ্ঞাপন

সেলিনা হোসেন বলেন, ‘নারীরা যেন তাদের ব্যর্থতার জায়গায়কে না ঢেকে নিজের সাফল্যের চিত্র সবার মাঝে তুলে ধরতে পারেন, সেই দিকে লক্ষ্য রাখতে হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনন্সিটিউটের অধ্যাপক ড. মাসুদুজ্জামান বলেন, ‘তরুণ প্রজন্মকে সাহিত্যমুখী করতে হলে পরিবারকে এগিয়ে আসতে হবে। পরিবার থেকে যদি সবাই নিজের সন্তানকে বই পড়াতে উৎসাহিত করে, তাহলে আজকের তরুণ প্রজন্ম সাহিত্যমুখী হবে।’

সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক আশিক বিন রহিম ও উদযাপন কমিটির সদস্য সচিব নুসরাত জেরিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মো. মাজেদুর রহমান খান, প্রকৌশলী দেলোয়ার হোসেন, সংগঠনের আহ্বায়ক আসাদুল্লাহ কাহাফ প্রমুখ।