রাজবাড়ীতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

শওকত আলী মণ্ডল। ছবি: সংগৃহীত

শওকত আলী মণ্ডল। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়ন পরিষদের সদস্য শওকত আলী মণ্ডলকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। বুধবার (১১ সেপ্টেম্বর) বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন মৌরাট ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান প্রামাণিক।

বিজ্ঞাপন

নিহত ইউপি সদস্য পশ্চিম বাগদুল গ্রামের নাজির মণ্ডলের ছেলে এবং মৌরাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য।

জানা গেছে, মঙ্গলবার এশার নামাজের পর বাগদুল বাজারে একটি চায়ের দোকানে বসেছিলেন তিনি। হঠাৎ করে ২০-৩০ জন মুখোশধারী সন্ত্রাসী তাকে কোপাতে থাকে। কিছুক্ষণ পর তারা বোমা ফাটিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাংশা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এরপর রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

মৌরাট ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান প্রামাণিক বলেন, ‘ইউপি মেম্বার শওকত খুবই পরোপকারী একজন মানুষ ছিলেন। সব সময় গরিব অসহায় মানুষকে উপকার করতেন তিনি। কে বা কারা তাকে কী কারণে হত্যা করল তা বুঝতে পারছি না। এই ইউনিয়নের জনগণ একজন ভালো মানুষকে হারাল।’

পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, নিহতের পরিবারকে সব ধরনের আইনি সহযোগিতা দেয়া হবে। এরই মধ্যে এ ঘটনার রহস্য উদঘাটনের জন্য মাঠে কাজ করছে পুলিশ।