নেই মূল্য তালিকা, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গোপালগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, ছবি: সংগৃহীত

তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে মূল্য তালিকা না থাকায় তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, রোববার বিকেলে পাঁচুড়িয়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকা না টানানোর দায়ে মেসার্স মইনুল স্টোর, মেসার্স বদরুল স্টোর ও মেসার্স জব্বার ডিমের দোকানের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযান চলাকালে জেলা বাজার কর্মকর্তা মো. আরিফ হোসেন, ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো. মোজাহারুল হক বাবলুসহ সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন