সোশ্যাল ইসলামী ব্যাংকের ৬টি নতুন উপশাখার উদ্বোধন

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৬টি নতুন উপশাখার উদ্বোধন

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৬টি নতুন উপশাখার উদ্বোধন

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) সম্প্রতি ৬টি নতুন উপশাখার উদ্বোধন করেছে।

ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান কার্যালয় হতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাহিনী বটতলা ও খোকসা (কুষ্টিয়া), মাহিনী বাজার (কুমিল্লা), গ্রিন রোড ও কালাচাঁদপুর (ঢাকা), গাজীপুর বোর্ড বাজারে (গাজীপুর) এই উপশাখাগুলোর উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক ও মো. সামছুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান এবং ব্রাঞ্চেস কন্ট্রোল এন্ড জেনারেল ব্যাংকিং ডিভিশনের প্রধান সাইফ আল-আমীন। এছাড়াও উপশাখাগুলোর নিয়ন্ত্রণকারী শাখার ব্যবস্থাপকবৃন্দ, উপশাখা ইনচার্জ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।