দাম বেড়েছে চাল-ডালের

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পবিত্র রমজান মাস শুরু আগেই চাল-ডালের দাম আরো বেড়েছে।

পবিত্র রমজান মাস শুরু আগেই চাল-ডালের দাম আরো বেড়েছে।

পবিত্র রমজান মাস শুরুর আগেই চাল-ডালের দাম আরো বেড়েছে। এরই মধ্যে চিকন চালের দাম বেড়েছে কেজিতে দুই থেকে পাঁচ টাকা। দেশি মসুর ডালের দাম কেজিতে পাঁচ থেকে ১০ টাকা বেড়ে গেছে।

ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে বৃহস্পতিবারে এই চিত্র পাওয়া গেছে। ব্যবসায়ীরা বলছেন, অনেক দিন ধরেই চালের দাম বাড়তি। পাশাপাশি ডালের দামও বেড়েছে।

বিজ্ঞাপন

ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনাসহ প্রায় সবখানেই চিকন চালের দাম প্রকারভেদে দুই থেকে পাঁচ টাকা বেড়েছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও বরিশালে চিকন মসুর ডালের দাম ১০ থেকে ২৫ টাকা বেড়েছে।

রাজধানীর বিভিন্ন খুচরা ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, মিনিকেট চাল প্রতি কেজি ৬৮ থেকে ৭০ টাকা, নাজিরশাইল ৭০ থেকে ৭৫ টাকা, মোটা চাল ৫০ টাকায় বিক্রি হচ্ছে। চিকন মসুর ডাল প্রতি কেজি ১৩০ টাকা ও বড় মসুর ডাল ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে টিসিবির দেওয়া গতকালের তথ্য অনুযায়ী, সরু চাল (মিনিকেট ও নাজিরশাইল চাল) কেজি এখন ৬০ থেকে ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মাঝারি মানের চাল বেড়ে কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৬ টাকা। মোটা চাল এক টাকা কমে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৪৮ টাকা।