উত্থানের দিনেও লেনদেনের অস্বস্তি কাটেনি শেয়ারবাজারে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

টানা তিন দিনের পতন শেষে অবশেষে উত্থানে ফিরেছে দেশের শেয়ারবাজার। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে বেড়েছে শতাধিক কোম্পানির শেয়ারদর। ফলে সব মূল্য সূচকই ছিল ঊর্ধ্বমুখী। আগের দিনের তুলনায় টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বাড়লেও সেটি স্বস্তিদায়ক ছিল না।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

সূত্র মতে, বুধবার (২৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 'ডিএসই এক্স' ১৫ দশমিক ৭২ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। গত তিন দিনের টানা দরপতনে এ সূচকটি হারিয়েছিল ৩০ দশমিক ৮৯ পয়েন্ট। আজ লেনদেন শেষে সূচকটি বেড়ে ৬ হাজার ২১৮ পয়েন্টে স্থির হয়েছে।

প্রধান সূচকের সঙ্গে ডিএসইর অপর দুই সূচকও আজ ঊর্ধ্বমুখী ছিল। শরীয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক 'ডিএসই এস' ৪ দশমিক ৬৮ পয়েন্ট যোগ হয়েছে। আর বাছাই করা কোম্পানিগুলোর সূচক 'ডিএস ৩০' বেড়েছে ৩ দশমিক ৩ দশমিক ৯৭ পয়েন্ট।

বিজ্ঞাপন

সূচক ঊর্ধ্বমুখী থাকলেও দিনশেষে পুঁজিবাজারে লেনদেনের অস্বস্তি কাটেনি। তবে আগের দিনের তুলনায় লেনদেন সামন্য বেড়েছে। বুধবার ডিএসইতে ৯৫ প্রতিষ্ঠানের ৮ কোটি ১৬ লাখ ৮৩ হাজার ২৯৬টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ছিল ৩০২ কোটি ৯৫ লাখ টাকা। গতকাল এক্সচেঞ্জটিতে ২৯৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এ হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ৫ কোটি ৭৪ লাখ টাকা।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫৩টির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর বেড়েছে ১২৩ প্রতিষ্ঠানের শেয়ারের। বিপরীতে মাত্র ১৯ কোম্পানি এদিন শেয়ারদর হারিয়েছে।

বুধবার ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। একদিনে কোম্পানিটির ২০ কোটি ৮৯ লাখ টাকা মূল্যের ১১ লাখ ৫৯ হাজার ৯৪৯টি শেয়ার হাতবদল হয়েছে।

সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষস্থান দখলে নিয়েছে ফু-ওয়াং ফুড লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারের দাম ২ টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। অপরদিকে সর্বোচ্চ দর হারানো জুট স্পিনার্স লিমিটেডের শেয়ারদর কমেছে ১৭ টাকা ৩০ পয়সা বা ৫ দশমিক ০২ শতাংশ।

এদিকে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ১৮ দশমিক ৩৬ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে৷ দিনভর এক্সচেঞ্জটিতে ১৪৮ প্রতিষ্ঠানের ৭ কোটি ৪৪ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৭৪টির শেয়ারদর অপরিবর্তিত ছিল। দর কমেছে ২১টির। বিপরীতে মাত্র ৫৩ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।