দুর্নীতি কমাতে ভারতের আধার কার্ডের মতো কার্ড চালুর পরামর্শ সিপিডির

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দুর্নীতি বন্ধ করে সমন্বিত আর্থিক লেনদেন কাঠামো গড়ে তুলতে প্রতিবেশী দেশ ভারতের মতো আধার কার্ড চালু করার পরামর্শ দিয়েছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম ।

বুধবার (১৭ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে বাংলাদেশে ব্যবসায় পরিবেশ-২০২৩: উদ্যোক্তা জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এই পরামর্শ দেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশের দুই তৃতীয়াংশ ব্যবসায়ী মনে করেন ব্যবসার বড় বাধা দুর্নীতি। গত ৬ বছরে ঘুষ পরিস্থিতির কোন পরিবর্তন হয় নাই । সরকারি দপ্তরে যোগাযোগ, কর পরিশোধ , আমদানি-রফতানি ও বিচারের জন্য ঘুষ দিতে হয়েছে।
কর কাঠামো পরিবেশবান্ধব নয়।

গোলাম মোয়াজ্জেম বলেন, ৬২ শতাংশ ব্যবসায়ী মনে করেন কয়েকটি বড় ব্যবসায়ী গ্রুপ দেশের ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করছেন। ৪২% ব্যবসয়ী বড় কোন পরিবর্তন দেখছেন না। ব্যবসার ভালো পরিবেশ নেই ।

বিজ্ঞাপন

তিনি বলেন , ব্যবসায়ীরা বলেছেন দেশের বড় বড় অবকাঠামো নির্মাণ করে যে পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে, সেই তুলনায় রির্টান নাই। এর চেয়ে কম বিনিয়োগ করেও এই পরিমান রির্টান পাওয়া যেত।

দেশের ৫৮ শতাংশ ব্যবসায়ী মনে করেন অর্থ পাচার বিস্তৃত আকার ধারণ করেছে । অর্থ পাচার ঠেকানো একটা বড় চ্যালেঞ্জ ।

৭৫ % ব্যবাসয়ী বলেন, জটিল চিন্তা করা, সমস্যা সমাধান ও যোগাযোগ রক্ষার জন্য দক্ষ কর্মী পাচ্ছেন না তারা।