ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি ইসলামী ব্যাংকের শোক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত, ইসলামী ব্যাংকের সব শাখায় ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি শোক জানানো হয়

ছবি: সংগৃহীত, ইসলামী ব্যাংকের সব শাখায় ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি শোক জানানো হয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কয়েক সপ্তাহ ধরে চলা ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি শোক জানিয়েছে ইসলামী ব্যাংক।

মঙ্গলবার (৬ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মঙ্গলবার (৬ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে এ পর্যন্ত শাহাদাতবরণকারীদের জন্য শোক প্রকাশ করেছে।

এছাড়া তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে।

বিজ্ঞাপন

এ আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্যের জন্য ব্যাংকের প্রধান কার্যালয়, ১৬টি জোন অফিস, ৩শ ৯৫টি শাখা, সব উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেটে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।