চট্টগ্রামে সবজির বাজার ঊর্ধ্বমুখী, বেড়েছে মুরগির দামও

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- বার্তা২৪.কম

ছবি- বার্তা২৪.কম

বন্যায় চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া ও সবজির ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় বাজারে বেশিরভাগ সবজি দাম ঊর্ধ্বমুখী। তবে হাজার টাকার ছোঁয়া কাঁচামরিচের দাম কমে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে সপ্তাহের ব্যবধানে ব্রয়লার ও সোগানালি মুরগির দাম বেড়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) সকালে নগরী নগরীর অক্সিজেন, আতুরার ডিপো, কাজীর দেউড়ি, কর্ণফুলী কমপ্লেক্সসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিজ্ঞাপন

এদিন কাঁচা মরিচ ২০০, টমেটো ২০০, বরবটি ১২০, আলু ৬৫, লাউ ৫০, ঢেঁডস ৬০, পটল ৭০, বেগুন ৮০, মিষ্টি কুমড়া ৬০, করলা ৮০, কাকারল ১০০ ও পেঁপে ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বন্যার অজুহাতে দাম বেড়েছে পেঁয়াজেরও। নগরে ১২৫ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। তবে স্থিতিশীল রয়েছে রসুনের দাম। প্রতিকেজি রসুন ২২০ টাকা দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা।

কেজিতে ব্রয়লার মুরগির দাম ১০ টাকা ও ৫৫ টাকা বেড়েছে সোনালী মুরগির দাম। নগরে ব্রয়লার মুরগি ১৭০, সোনালী ২৭৫ এবং দেশি মুরগি ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে অপরিবর্তিত রয়েছে মাছ-মাংসের দাম। নগরে গরুর মাংস ৮৫০ থেকে ১ হাজার ৫০ এবং ছাগলের মাংস ১ হাজার ৫০ থেকে ১১৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও আকারভেদে রুই ২৮০ থেকে ৪০০, কাতলা ৩৪০ থেকে ৪০০, মৃগেল ২২০-২৬০, আকার ভেদে পাঙ্গাস ১৮০-২২০, তেলাপিয়া ২০০-২২০, স্যালমন ফিশ ৪৫০, বাগদা চিংড়ি ৮০০, রূপচাঁদা জাত ও আকার ভেদে ৫৫০ থেকে ৭০০, পোয়া মাছ ২৫০, পাবদা ৪০০, সুরমা ৩৫০ থেকে ৫৫০, টেংরা ৩৭০ এবং নারকেলি মাছ ২৫০ টাকা এবং কৈ ৪৫০ কেজি দরে বিক্রি হয়েছে।

বিজ্ঞাপন