মুজিববর্ষ উপলক্ষে তথ্য ক্যাডারের ৩৩তম ব্যাচের কর্মকর্তাদের বৃক্ষরোপণ
ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী 'মুজিববর্ষ-২০২০' উপলক্ষে বিসিএস (তথ্য) ক্যাডারের ৩৩তম ব্যাচের কর্মকর্তারা ৩৩টি বৃক্ষরোপণ করলেন।
শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর কল্যাণপুরস্থ বাংলাদেশ বেতারের অফিসার্স কোয়ার্টারে বৃক্ষরোপণ করেন তারা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে তথ্য ক্যাডারের ৩৩তম ব্যাচের পক্ষ থেকে ৩৩টি বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ-কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে সবুজ বিপ্লব আসবে বলে উল্লেখ করেন ৩৩তম ব্যাচের সদস্য মো. নুরুল আবছার।
একই ব্যাচের সদস্য আহাদ মোহাম্মদ সাইদ হায়দার বলেন, পরিবেশের বিপর্যয় ও দুর্যোগ থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণ কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় বিসিএস (তথ্য) ক্যাডারের ৩৩তম ব্যাচের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।