ক্যাম্পাস খোলার দাবিতে ফের আন্দোলনে যাচ্ছে ইবি শিক্ষার্থীরা

  • ইবি করেসপন্ডেট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অবিলম্বে হল ও ক্যাম্পাস খুলে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে ফের আন্দোলনে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও এ নিয়ে প্রতিবাদের ঝড় তুলেছে তারা।

সোমবার (২৪ মে) বেলা ১১টায় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

‌তাদের দাবি দ্রুত ক্যাম্পাস ও হল খুলে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে পাঠদান কার্যক্রম স্বাভাবিককরণ, স্বশরীরে পরীক্ষা গ্রহণ, স্থগিত হওয়া পরীক্ষাগুলো দ্রুত সময়ের মধ্যে গ্রহণ। এসব দাবি ছাড়াও আন্দোলনকালে তারা আরও বেশ কিছু দাবি পেশ করবেন বলে জানিয়েছেন।

শিক্ষার্থীরা বলেন, শিক্ষা মন্ত্রণালয় বারবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রলোভন দেখালেও খুলছে না। তারা শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে। অথচ শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় সবকিছু স্বাভাবিক নিয়মে চলছে। অনলাইন ক্লাসে অনেক শিক্ষার্থীই অংশগ্রহণ করতে পারেনি। অনলাইনে পরীক্ষা নিলেও অনেক শিক্ষার্থী ইন্টারনেটের মন্থর গতিসহ নানা কারণে বিপাকে পড়বে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গত বছরের ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে সরকার। এরপর কয়েক ধাপে ছুটি বাড়ানো হয়। এছাড়া পূর্বের ঘোষণা অনুযায়ী আজ রবিবার (২৩ মে) থেকে স্কুল, কলেজ এবং আগামীকাল সোমবার (২৪ মে) থেকে বিশ্ববিদ্যালয় খোলার কথা থাকলেও ফের আগামী ২৯ মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে।