বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে জবিতে মানববন্ধন

  • জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে জবিতে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে জবিতে মানববন্ধন

অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে সকল ক্লাস-পরীক্ষা সচল করে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

শনিবার (২৯ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে শিক্ষার্থীরা জানায়, প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। দেশের সব কিছু চলছে শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিবেন না। অনলাইনে নাম মাত্র ক্লাস হলেও তা কার্যকর নয়, বিগত ৪ মাস ধরে বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস হচ্ছে না। এই খবর শিক্ষা মন্ত্রণালয়কে কে দিবে? এমন মন্তব্য করেন মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, আকাশপথ, নৌপথ, হাটবাজারসহ দেশের সবকিছু স্বাভাবিক ভাবে চলছে, কোনো বাধা ছাড়াই। শুধু বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া গার্মেন্টস, শপিংমল সবকিছু খোলা রয়েছে। সেখানে করোনা নেই, শুধু শিক্ষা প্রতিষ্ঠানে করোনা হয়? একটা জাতির ভাগ্য নির্ধারণ হয়ে থাকে শ্রেণিকক্ষে, কিন্তু আপনাদের জাতির ভাগ্য নির্ধারণ নিয়ে কোনো চিন্তা-ভাবনা নেই। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের এই সময়ে ভিডিও গেমস, মাদকাসক্ত হয়ে পড়ছে শিক্ষার্থীরা। অনেক মেয়ে শিক্ষার্থীরা শিকার হচ্ছে বাল্যবিবাহের।

বিজ্ঞাপন

এ সময় তারা প্রশ্ন ছুড়ে দিয়ে জানায়, যেখানে গার্মেন্টস খোলা সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান কেন বন্ধ? একজন শিক্ষার্থীর চেয়ে একজন গার্মেন্টস কর্মী বেশি সচেতন? সরকারের ও উপাচার্যের প্রতি আমাদের আবেদন হলো অনাবাসিক জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলে দিন। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আমাদেরকে ভাববেন না।