কিউএস র‌্যাংকিংয়ে বাংলাদেশের মধ্যে প্রথম নর্থ সাউথ ইউনিভার্সিটি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্ব র‌্যাংকিংয়ে জায়গা পেয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। শিক্ষাবিষয়ক যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান কোয়াককোয়ারেল সাইমন্ডস (কিউএস) মঙ্গলবার বিশ্বের সেরা ১৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। যেখানে সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে ১০০১-১২০০ তে এবং দেশের বেসরকারি  বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে র‌্যাংকিংয়ে শীর্ষ স্থান আছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। 

প্রতি বছর মোট ১১টি আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিং প্রকাশ করে কিউএস।

বিজ্ঞাপন

উল্লেখ্য, নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রথমবারের মতো কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ের এই তালিকায় স্থান করে নিয়েছে এবং এর মাধ্যমে এনএসইউ বর্তমানে বাংলাদেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষে অবস্থান করছে।

র‍্যাংকিংয়ে এশিয়ার শীর্ষ ১০০ এবং বিশ্বের শীর্ষ ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় আসার লক্ষ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ও কার্যক্রম অব্যাহত রেখেছে।

বিজ্ঞাপন