ঈদুল আযহার পর ইবিতে পরীক্ষা

  • ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঈদুল আযহার পর ইবিতে পরীক্ষা

ঈদুল আযহার পর ইবিতে পরীক্ষা

পবিত্র ঈদুল আযহার পরে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সব শিক্ষাবর্ষের পরীক্ষা গ্রহণ করবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। করোনা পরিস্থিতি বিবেচনা করে বিভাগগুলো তাদের একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুসারে অনলাইন বা স্ব-শরীরে পরীক্ষা গ্রহণের পদ্ধতি নির্ধারণ করবে।

শনিবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের ১২০তম একাডেমিক কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে রেজিস্ট্রার দফতর।

বিজ্ঞাপন

এর আগে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে একাডেমিক কমিটির সভা শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান বলেন, পবিত্র ঈদুল আযহার পরের সপ্তাহ থেকে সব বিভাগের পরীক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে। এ ক্ষেত্রে বিভাগগুলোকে শিক্ষাবর্ষের ধারাবাহিকতা অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। বিভাগ চাইলে স্ব-শরীরে ও অনলাইনে পরীক্ষা নিতে পারবে।

বিজ্ঞাপন

করোনা পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা স্ব-শরীরে নাকি অনলাইনে নেওয়া হবে সে বিষয়ে সিন্ধান্ত গ্রহণ করবে বিভাগের একাডেমিক কমিটি। এছাড়াও সরকারি সিদ্ধান্ত না হলে আবাসিক হল বন্ধ থাকবে বলে জানান তিনি।