'ধুপখোলা মাঠে মার্কেট নয়, পরিবেশবান্ধব স্টেডিয়াম চাই’

  • জবি প্রতিনিধি, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

পুরান ঢাকার ধুপখোলা খেলার মাঠে মার্কেট চাই না, আমরা পরিবেশবান্ধব স্টেডিয়াম চাই। এই মাঠকে সংরক্ষণে পরিবেশ অধিদফতর এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন যৌথ ভাবে সর্বস্তরের জনগণের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ উপযোগী স্টেডিয়াম তৈরি করতে হবে।

রোববার (২৭ জুন) রাজধানীর ধুপখোলা খেলার মাঠে আয়োজিত মানববন্ধনে স্থানীয়রা এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মানববন্ধন কর্মসূচির আয়োজন করে গেন্ডারিয়ার সর্বস্তরের জনগন।

মানববন্ধনে এলাকাবাসী জানায়, ঐতিহাসিক ধুপখোলা মাঠ গেন্ডারিয়াবাসীদের জন্য একটি গর্বের সম্পদ। আমরা ২০১৭ সাল থেকে শুনছি এই মাঠে মার্কেট তৈরি করা হবে। ধুপখোলা মাঠকে মূলত ধ্বংস করার প্রকল্প পাস হয়েছে। বিশ্বের কোথাও কোনো ইতিহাস নেই যেখানে মাঠ দখল করে মার্কেট করা হয়।

বিজ্ঞাপন

এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে সরকারের কাছে পাঁচটি দাবি জানানো হয়। দাবিগুলো হচ্ছে- ঐতিহাসিক ধুপখোলা মাঠে ইমারতের মার্কেট তৈরির সিদ্ধান্তকে বাতিল করতে হবে, স্বাস্থ্যসম্মত পরিবেশ উপযোগী সর্বসাধারণের জন্য স্টেডিয়াম তৈরি করতে হবে, মাঠ এবং পার্শ্ববর্তী এলকাসমূহে মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে, মাঠের চারদিকে সবুজায়ন করতে হবে, ধুপখোলা মাঠের চারিদিকে জন নিরাপত্তা বিধানকল্পে আইন শৃঙ্খলা বাহিনীর টহল বৃদ্ধি করতে হবে।