হচ্ছে না গুচ্ছ ভর্তি পরীক্ষা!

  • জবি প্রতিনিধি, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মহামারি করোনা রোধে দেশে চলমান রয়েছে কঠোর লকডাউন। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন গুচ্ছ ভর্তি পরীক্ষার সদস্য সচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদ্দুজ্জামান ।

সোমবার (৫ জুলাই) মুঠোফোনে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, গুচ্ছ পরীক্ষা নিয়ে আপাতত কোন সিদ্ধান্ত নেই আমাদের। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা কোন সিদ্ধান্তে যেতে পারছি না৷ খুব শীঘ্রই সবাইকে নিয়ে একটি অনলাইন মিটিং ডাকা হবে। তখন কোন সিদ্ধান্ত আসলে জানিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন বলেন, আমরা অনলাইনে একটি মিটিং  ডাকবো এবং সকল সিদ্ধান্ত মিটিংয়ের ওপর ভিত্তি করেই নেওয়া হবে। তাছাড়া আমাদের প্রাথমিক আবেদন শেষ হয়েছে এবং সিলেকশন রেজাল্ট প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

কবে নাগাদ সিলেকশনের ফলাফল প্রকাশ করা হবে জানতে চাইলে তিনি বলেন, এটা তো প্রক্রিয়াধীন রয়েছে। আর আমরা মিটিংয়ের আগে কিছু জানাতে পারছি না।

উল্লেখ্য, দেশে চলমান করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায়  গত ১৯ জুন থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হওয়া কথা থাকলেও গত ১১ জুন তা স্থগিত করা হয়।