জাতির জনক ও মুক্তিযুদ্ধ নিয়ে বই 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ'
মহান মুক্তিযুদ্ধ ও মুজিব বর্ষ নিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে দেশের শীর্ষ বেসরকারি উচ্চ শিক্ষাঙ্গন নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনসএসইউ)।
এরই ধারাবাহিকতায় দেশ বিদেশের স্বনামধন্য ৪৭ জন লেখক ও রাজনীতিবিদদের লেখা নিয়ে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ নামে বইটি রচনা ও প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়টি। এছাড়াও প্রতিষ্ঠা করেছে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’। যেখানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে লিখিত দুই হাজারেরও বেশি বই ছাড়াও আছে আরো দুর্লভ সব সংগ্রহ।
সাম্প্রতিক 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' বইয়ের ভার্চুয়াল মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ বলেন, ‘আসলে তুলনামূলকভাবে বেশি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থাকা শিক্ষার্থীরা জাতির পিতা ও মুক্তিযুদ্ধ নিয়ে একটু কম সচেতন থাকে। দেখা যায় তারা বিদেশের অনেক কিছু জানে। তবে নর্থ সাউথের মতো অন্যরা যদি এভাবে কাজ করে তাহলে তার অত্যন্ত ইতিবাচক ফল আমরা পাবো।’
এদিকে বিভিন্ন পর্যায়ের পাঠকদের কথা বিবেচনা করে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' বইটি প্রকাশিত হয়েছে। বইটি ইতোমধ্যে প্রশংসা পাচ্ছে সকল মহলে।এছাড়া বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় লাইব্রেরিতে স্থাপন করা হয়েছে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’। এখানে মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি বঙ্গবন্ধুর জীবনী নিয়ে লেখা দুই হাজার ১৭৮ টি বই, সামগ্রী এবং ছবির বিশাল সংগ্রহ রয়েছে। যা বঙ্গবন্ধু এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কিত গবেষণা কাজে এই কর্নারে রাখা সকল বই এবং ছবিগুলো ব্যবহার করা যাবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ বলেন, বীর মুক্তিযোদ্ধার সন্তানদের নর্থ সাউথ সম্পূর্ণ বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দিয়েছে। এ পর্যন্ত প্রায় এক হাজার ৩০০ মুক্তিযোদ্ধার সন্তানকে বিনা বেতনে পড়াশোনা করার সুযোগ দেয়া হয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রতিবছর বিজয় দিবসে অভিভাবক মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করে থাকে।