আজ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা শুরু

  • কুবি করেসপন্ডেন্ট, বর্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

করোনাকালীন সময়ে তৃতীয়বারের মতো সশরীরে পরীক্ষা শুরু করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল করীম চৌধুরী।

বিজ্ঞাপন

তিনি জানান, আজ (৯ সেপ্টেম্বর) ১১টি পরীক্ষা হবে। যার মধ্যে স্নাতকের ৫টি ও স্নাতকোত্তরের ৬টি পরীক্ষা রয়েছে। এখন রসায়ন বিভাগের একটা সেশনের তিনটা ভাগ হয়েছে। তাই সকালের শিফটে স্নাতক-স্নাতকোত্তর মিলিয়ে ৬টি পরীক্ষা হচ্ছে। আর বিকেলে ৫টি হবে।

প্রসঙ্গত, করোনা মহামারির কারণে গত ১৭ মার্চ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর ২০ ডিসেম্বর ২০২০ এবং ১৩ জুন ২০২১ থেকে দুই ধাপে চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু হলেও পুনরায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সব পরীক্ষা স্থগিত করা হয়।

বিজ্ঞাপন