ভাঙা হাত নিয়েই স্কুলে শিশু জিহান



কল্লোল রায়, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুড়িগ্রাম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

প্রায় ১৭ মাস আগে বন্ধ হয় সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান। করোনা মহামারি কিছুটা স্বাভাবিক হওয়ার পর আবারও স্কুলে যাওয়ার অনুমতি মিলেছে শিক্ষার্থীদের। তবে স্কুলের স্বাদ পাওয়ার আগেই করোনার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয় ১ম শ্রেণীর শিক্ষার্থী জিহানের স্কুলে যাতায়াত। দীর্ঘদিন পর স্কুল খোলার খবরে বাড়িতে বসে থাকেনি জিহান। ভাঙা হাত নিয়েই কাঁধে ব্যাগ ঝুলিয়ে সহপাঠীদের সঙ্গে নির্দিষ্ট সময়ে স্কুলে এসে হাজির সে। মা-বাবাও তার এমন উৎসাহ দেখে নিরুৎসাহিত করেনি।

ছবি: বার্তা২৪.কম

বলছি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের বুড়িরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী মো. জিহানের(৭) কথা। বিদ্যালয় সংলগ্ন এলাকার শাহিদুল-জেসমিনের দম্পতি ছেলে সে।

তার পরিবার জানায়, প্রায় ১৫ দিন আগে স্কুল মাঠে খেলতে গিয়ে গাছ থেকে পড়ে তার বাঁ হাত ভেঙে যায়। এখানও তার চিকিৎসা চলমান। সুস্থ হতে আরও সময় দরকার বলে জানিয়েছেন চিকিৎসক। তবে স্কুল খোলার খবর পেয়ে সহপাঠীদের সঙ্গে ক্লাস করার আগ্রহ দেখে তাকে স্কুলে পাঠায় পরিবার। প্রথম দিনে অসুস্থ জিহানকে পাশে পেয়ে সহপাঠিরাও বেশ আনন্দিত। শিক্ষকরাও তার এমন উৎসাহ দেখে অনেক খুশি।

ছবি: বার্তা২৪.কম

বুড়িরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরন নবী জানান, তার বিদ্যালয়ে মোট ১৯০ জন শিক্ষার্থী ও ৫ জন শিক্ষক। দীর্ঘদিন বন্ধ থাকার পর সকল শিক্ষার্থী ও শিক্ষকরাও সমানভাবে উচ্ছ্বসিত বলে জানান তিনি।

তবে আজকে সকল ক্লাসের শিক্ষার্থীদের ক্লাসে আসার নির্দেশনা না থাকলেও প্রতিটি ক্লাসের ৭০ ভাগ শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। যাদের আজ ক্লাস নেই তাদের ক্লাস রুটিন দিয়ে বাড়ি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বিদ্যালয়টির ৫ম শ্রেণির শিক্ষার্থী সাজিদ বলেন, ‘আমরা বাড়িতে পড়াশোনা করলেও ক্লাসের মতো লেখাপড়া করা হয়নি। সবার সঙ্গে আগের মতো ক্লাস করতে পেরে আমি খুব খুশি।’

ছবি: বার্তা২৪.কম

জেলার একাধিক প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় ঘুরে দেখা গিয়েছে, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের প্রথম দিনের ক্লাসে বরণ করে নিচ্ছেন শিক্ষকরা। শিক্ষার্থীদের মাঝে মাস্ক সরবরাহ করতেও দেখা গিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষকে।

দলদলিয়া বালিকা উচ্চা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোন্নাফ আনছারি জানান, প্রথম দিনে বিদ্যালয়ে মোট ১৭০ জন শিক্ষার্থীর ৬০ ভাগ শিক্ষার্থী উপস্থিতি হয়েছিল আজ। ধীরে ধীরে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশাবাদী তিনি।

বিদ্যালয়টির দশম শ্রেণির শিক্ষার্থী শাপলা মনি জানান, ‘অনেক দিনের উৎকণ্ঠা কাটিয়ে সহপাঠীদের সঙ্গে ক্লাস করতে অনেক ভালো লাগছে। আমরা এভাবেই ক্লাস করে পড়াশোনার ঘাটতি মেটাতে চাই।’

দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠান স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় স্বস্তিতে অবিভাবকেরা। শিক্ষার্থীদের যে কোনো উপায়ে ক্লাসমুখী করার এই পদক্ষেপ অব্যাহত রাখার দাবি তাদের।

   

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ল



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

তীব্র তাপ প্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সীম ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

রোববার (২১ এপ্রিল) সকালে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের চলমান কার্যক্রমের সময় আগামী ৫ মে পর্যন্ত (বিলম্ব ফি ছাড়া) বাড়ানো হলো। সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে ৬ মে পর্যন্ত।

এদিকে বিলম্ব ফিসহ ফরম পূরণ চলবে ৭ থেকে ১২ মে পর্যন্ত।

উল্লেখ্য, ১৬ এপ্রিল থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শেষ হওয়ার কথা ছিল ২৫ এপ্রিল। তাপ প্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে শিক্ষা বোর্ডগুলো।

;

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বিলম্ব ফি ছাড়া ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের চলমান কার্যক্রমের সময় আগামী ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে গত ১৬ এপ্রিল থেকে শুরু হওয়া এ কার্যক্রম আগামী ২৬ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল।

রোববার (২১ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। শিক্ষার্থীরা ৫ মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করতে পারবে। ফি পরিশোধ করা যাবে ৬ মে। বিলম্ব ফি সহ ফরম পূরণ করা যাবে ৭ থেকে ১২ মে পর্যন্ত। আর ফি পরিশোধ করা যাবে ১৩ মে। ‘সোনালি সেবা’র মাধ্যমে ফি পরিশোধের সবশেষ তারিখ ১৩ মে পর্যন্ত পুনর্নির্ধারিত করা হলো।

বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য ২ হাজার ৬৮০ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ২ হাজার ১২০ টাকা করে ফরম পূরণ ফি নেওয়া হবে।

আর পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ আগামী ৩০ জুন।

 

;

তাপপ্রবাহে জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
তীব্র তাপপ্রবাহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ বন্ধ ঘোষণা

তীব্র তাপপ্রবাহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ বন্ধ ঘোষণা

  • Font increase
  • Font Decrease

তীব্র তাপদাহের কারণে পরবর্তী তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ক্লাস বন্ধ থাকবে।

শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় এ সিদ্ধান্তের কথা জানিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, তীব্র তাপপ্রবাহের কারণে পরবর্তী তারিখ ঘোষণা না করা পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ক্লাস বন্ধ থাকবে।

এর আগে একই কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিনের ছুটি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।  

 

;

তাপদাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিনের ছুটি



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দেশজুড়ে চলমান তাপদাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিনের ছুটি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

শনিবার (২০ এপ্রিল) দুপুরে পৃথক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশের ওপর দিয়ে চলমান তাপদাহ ও আবহাওয়া দফতরের সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে মাউশি অধিদফতরের আওতাধীন সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পূর্বনির্ধারিত ছুটি শেষে ২১ এপ্রিল খোলার পরিবর্তে আগামী ২৮ এপ্রিল যথারীতি খুলবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, তীব্র গরমের কারণে ২১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে।

এর আগে, দেশের ওপর দিয়ে বয়ে চলা তীব্র তাপপ্রবাহের কারণে আগামী ৭২ ঘণ্টা হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদফতর।

সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। শুধু তাই নয়, তাপমাত্রা আরও বাড়তে পারে। পাশাপাশি জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।

;