সেরা অনলাইন পারফর্মার হলেন রাজবাড়ীর শাহীন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

মুহাম্মদ শাহীন আল মাসুদ

মুহাম্মদ শাহীন আল মাসুদ

শিক্ষার্থীদের কথা চিন্তা করে করোনাকালীন সময় থেকে শুরু করে এখন পর্যন্ত অনলাইনে পাঠদান অব্যাহত রেখে সারা দেশের মধ্যে সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হয়েছেন রাজবাড়ীর বালিয়াকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুহাম্মদ শাহীন আল মাসুদ।

জানা যায়, করোনাকালে তিনি করোনা আক্রান্ত হয়েও বিদ্যালয়ের শিশুদের অনলাইন পাঠদানে যুক্ত রাখার প্রয়াস অব্যাহত রেখেছিলেন। তারই ধারাবাহিকতায় শিক্ষকদের সবচেয়ে বড় পোর্টাল শিক্ষক বাতায়ন তাকে এই স্বীকৃতি প্রদান করেছেন। তার এই কর্মস্পৃহা শিক্ষাক্ষেত্রকে
আরো বেগবান ও গতিশীল করবে বলে মনে করছেন শিক্ষা বিভাগের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

জানা যায়, মুহাম্মদ শাহীন আল মাসুদ করোনাকালে বাংলাদেশে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে প্রথম অনলাইন স্কুল “বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক” নিজ উপজেলায় “বালিয়াকান্দি অনলাইন প্রাইমারি স্কুল” এবং “রাজবাড়ী অনলাইন স্কুল”-এর তিনি এডমিন। এছাড়াও তিনি রাজবাড়ী জেলার (ICT4E) এর অ্যাম্বাসেডর হিসেবেও দায়িত্বপালন করছেন।

রাজবাড়ী জেলায় প্রাথমিক শিক্ষকদের মধ্যে তিনি প্রথম সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হলেন। এর আগে ২০১৭ সালে মুহাম্মদ শাহীন আল মাসুদ সেরা কন্টেন্ট নির্মাতাও নির্বাচিত হয়েছেন। তার সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হওয়ায় রাজবাড়ী জেলা তথা বালিয়াকান্দি উপজেলার শিক্ষক সমাজের গৌরব হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

বালিয়াকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁদ সুলতানা বার্তা২৪.কমকে বলেন, আমার এই বিদ্যালয়ের ৭ জন শিক্ষক ডিজিটাল কন্টেন্ট এর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। যার ফলে বিদ্যালয়ে নিয়মিত মাল্টিমিডিয়া ক্লাস হয়ে থাকে। বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মুহাম্মদ শাহীন আল মাসুদ সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত। আশা করছি ভবিষ্যতে তিনি আরো ভাল করবেন।

জেলা প্রশাসক দিলসাদ বেগমের কাছ থেকে উপজেলা পর্যায়ে সেরা পারফর্মার হিসাবে সম্মাননা সনদ ও ক্রেস্ট নিচ্ছেন শাহীন আল মাসুদ

সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হওয়ায় মুহাম্মদ শাহীন আল মাসুদকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফেরদৌস খান টুটুল বার্তা২৪.কমকে বলেন, রাজবাড়ী জেলায় প্রাথমিক শিক্ষকদের মধ্যে তিনি প্রথম সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হলেন। এজন্য আমরা খুবই গর্বিত। তার এই সাফল্যের ধারা অব্যাহত থাকুক।

শাহীন আল মাসুদ বার্তা২৪.কমকে বলেন, ২০১২ সালে তৎকালীন উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ খোরশেদ আলম স্যারের নিদের্শে অ্যাডভান্স আইসিটি কোর্সে ১২ দিনের প্রশিক্ষণে অংশগ্রহণ করি। প্রশিক্ষণের পরই আমি নিয়মিত শিক্ষক বাতায়নে কনটেন্ট আপলোড, ডাউনলোড করি। এছাড়াও আমি ২০১৪ সাল জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) ময়মনসিংহ এ ইংরেজি বিষয়ে টেস্ট আইটেম ডেভেলপার হিসেবে কাজ করছি।

করোনাকালীন সময়ে আমি নিয়মিত অনলাইনে পাঠদান করেছি। গুগল মিটে ক্লাস নিয়েছি। আমি মনে করেছি যদি একজন শিক্ষার্থীও উপকৃত হয় তাহলেই আমার পরিশ্রম সার্থক। এ সময় তিনি তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের (এটুআই) এই পুরস্কার আমার আগামী দিনের কাজকে আরও বেশি উৎসাহ যোগাবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী শিক্ষক বাতায়নে ২০২১ সালের মধ্যে ৯ লাখ শিক্ষক অন্তর্ভুক্ত হবেন। ইতিমধ্যে স্কুল, কলেজ ও মাদরাসা মিলিয়ে প্রায় ৬ লাখ শিক্ষক অন্তর্ভুক্ত হয়েছেন। যারা নিয়মিত অনলাইনে ক্লাস নিয়েছেন তাদের ক্লাসগুলো বাতায়নে প্রতিদিন আপলোড হয়ে থাকে। আপলোডকৃত কন্টেন্ট থেকে কনটেন্ট এর মান অনুযায়ী সেরা অনলাইন পারফর্মার নির্বাচন করা হয়।