এইচএসসি পরীক্ষা শুরু ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ ডিসেম্বর শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে শিক্ষামন্ত্রী তার দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘আগামী ২ ডিসেম্বর থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। পরীক্ষা চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।’

তিনি বলেন, ‘এবারের পরীক্ষায় মোট ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী অংশ নেবেন।’

বিজ্ঞাপন