২৪ ডিসেম্বর থেকে প্রাথমিকের ছুটি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

১৯ ডিসেম্বরের পরিবর্তে আগামী ২৪ ডিসেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি শুরু হবে।

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়েছে।

বিজ্ঞাপন

প্রাথমিক শিক্ষা অধিদফতরের ২০২১ খ্রিস্টাব্দের বাৎসরিক ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ১৯ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সে অনুযায়ী দেশের প্রায় সব প্রাথমিক বিদ্যালয়ে মৌখিক বা লিখিত মূল্যায়ন শেষ করা হয়েছে।

পরে এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ শাখা থেকে একটি সার্কুলার জারি করা হয়। সার্কুলারে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন) ও শীতকালীন অবকাশ বর্ষপঞ্জিতে উল্লেখিত ১৯-২৯ ডিসেম্বর ২১ তারিখের পরিবর্তে ২৪-২৯ ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত পুনঃনির্ধারণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিজ্ঞাপন