রংপুরে এবারও শীর্ষে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ
রংপুরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে এবারও সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়ে শীর্ষে রয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। এ বছর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর থেকে ৪৯৪ শিক্ষার্থীর মধ্যে ৪৩১ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার শতভাগ।
রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রংপুর জিলা স্কুল এবারও ভালো ফলাফল করেছে। এ বছর ২৩৭ জন শিক্ষার্থীর মধ্যে ১৯২ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার শতভাগ।
রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক এ আর মিজানুর রহমান বলেন, রংপুর জিলা স্কুলের ভালো ফলাফলে আমরা সন্তুষ্ট।
রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮৬ জন । এর মধ্যে একজনের ফলাফল স্থগিত রয়েছে।
রংপুর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা পারভিন বলেন, অন্য বছরের মতো এবারও ভালো ফলাফল হয়েছে।
এছাড়া নগরীর দ্য মিলিনিয়াম স্টারস স্কুল ও কলেজ থেকে ১৩৩ জন জিপিএ-৫ পেয়েছে। মোট শিক্ষার্থী ছিল ১৪৩ জন।