এইচএসসিতে মাইলস্টোন কলেজের শতভাগ পাস



নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি:  মাইলস্টোন কলেজ

ছবি: মাইলস্টোন কলেজ

  • Font increase
  • Font Decrease

এইচএসসির ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে রাজধানীর উত্তরা মডেল টাউনে অবস্থিত মাইলস্টোন কলেজ। এবছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে ২৮৭৮ জন ছাত্র-ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পাসের হার ১০০%।

শতভাগ পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮২৯ জন। বিজ্ঞান বিভাগ থেকে ২৩৪৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে, পাসের হার শতভাগ। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১৭২৭ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৩২ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়, পাসের হার শতভাগ। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৭১ জন। মানবিক বিভাগ থেকে ২০২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে, পাসের হার শতভাগ। মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৩১ জন।

এইচএসসিতে নিয়মিতভাবে ভালো ফলাফলের ধারা অব্যাহত রাখার ব্যাপারে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোস্তফা কামালউদ্দিন ভূঁইয়া (অব.) বলেন, শিক্ষাবর্ষের প্রথম দিন থেকেই একটা লক্ষ্য নির্ধারণ করে আমরা নিরলসভাবে কাজ করি।

কোমলমতি শিক্ষার্থীদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপায়ণের জন্য আমাদের অভিজ্ঞ একাডেমিক পর্ষদ লালন করে গুণগতমানের একটা সুন্দর পাঠপরিকল্পনা। বৈশ্বয়িক মহামারিরকালে অনলাইন শিক্ষার ক্ষেত্রেও আমরা সেই পাঠপরিকল্পনা অনুযায়ী শিক্ষার্থীদের শতভাগ গুণগতমানের শিক্ষা প্রদানের চেষ্টা করেছি।

অধ্যক্ষ লে. কর্নেল মোস্তফা কামালউদ্দিন ভূঁইয়া (অব.) জানান, গ্রাম থেকে অনেক শিক্ষার্থী মাইলস্টোন কলেজে পড়তে আসে; যাদের অনেকেরই এসএসসিতে জিপিএ-৫ থাকে না কিন্তু এইচএসসিতে তারাও জিপিএ-৫ অর্জন করে। এটি মাইলস্টোন কলেজের ভালো ফলাফলের অন্যতম সুন্দর বৈশিষ্ট্য।

অধ্যক্ষ বলেন, মাইলস্টোন কলেজে পড়তে আসা ছাত্র-ছাত্রীদের নিয়মিত পড়াশুনার পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদান করা হয় যাতে তারা সুশিক্ষা গ্রহণ করে মানবিক ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। এইচএসসিতে আশানুরূপ ফলাফল অর্জনের জন্য মাইলস্টোন কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, কৃতকার্য শিক্ষার্থী এবং অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিবাদন জানিয়েছেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোস্তফা কামালউদ্দিন ভূঁইয়া (অব.)।

এইচএসসি টেস্ট পরীক্ষা শুরু হবে ৩০ মে



নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আগামী ৩০ মে থেকে কলেজগুলোতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের (এইচএসসি) টেস্ট (বাছাই) পরীক্ষা শুরু হবে।

বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ২১ জুনের মধ্যে বাছাই পরীক্ষা শেষ করতে বলা হয়েছে।

সিদ্ধান্তটি ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের জন্য প্রযোজ্য।

এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

;

মাইলস্টোন কলেজের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত



নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
মাইলস্টোন কলেজের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

মাইলস্টোন কলেজের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

  • Font increase
  • Font Decrease

মাইলস্টোন কলেজের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাজধানীর অদূরে অবস্থিত জিরাবোর রিসোর্টে এ বনভোজন অনুষ্ঠিত হয়। চাকরি জীবনের শত ব্যস্ততার মাঝেও সহকর্মীদের নিয়ে শহর থেকে দূরে নিরিবিলি এক স্থানে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন সবাই।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল (অব.) নুর নবী। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম, উপাধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের অধ্যক্ষ রিফাত নবী আলম এবং কলেজের পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম প্রমুখ।

আমন্ত্রিত অতিথি ছাড়াও বাৎসরিক এই আনন্দ আয়োজনে মাইলস্টোন কলেজে কর্মরত শিক্ষক-শিক্ষিকা, উপাধ্যক্ষ, পরিচালক এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। মধ্যহ্নভোজেনর পর শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী পর্ব।

;

চলতি বছরের এইচএসসি পরীক্ষা জুলাইয়ের প্রথম সপ্তাহে



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে শুরু হতে পারে। তবে পরীক্ষা শুরুর তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

মঙ্গলবার (৭ মার্চ) এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

অধ্যাপক তপন কুমার বলেন, পরীক্ষা কবে থেকে শুরু করা হবে তা এখনো চূড়ান্ত করা হয়নি। তবে জুলাই মাসের প্রথম দিকে আমরা এইচএসসি পরীক্ষার আয়োজন করতে চাই। সেভাবেই পরিকল্পনা করা হয়েছে।

আগামী ২৫ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত ঈদুল আজহার ছুটি। তাই ঈদের ছুটি শেষে এইচএসসি পরীক্ষার আয়োজন করা হবে।

আগামী ৩০ এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। ২৩ মে পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ২৪ থেকে ৩০ মে পর্যন্ত ব্যাবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

;

স্টাডি ইন অস্ট্রেলিয়া ওপেন ডে ২০২৩



নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
স্টাডি ইন অস্ট্রেলিয়া ওপেন ডে ২০২৩

স্টাডি ইন অস্ট্রেলিয়া ওপেন ডে ২০২৩

  • Font increase
  • Font Decrease

মেন্টরস স্টাডি অ্যাব্রোড এর আয়োজোনে অস্ট্রেলিয়া ওপেন ডে ২০২৩, আগামী ২৭ ফেব্রুয়ারি, সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৫:৩০ পর্যন্ত ইডেন গ্র্যান্ড বলরুম, হোটেল আমারি ঢাকা, প্লট ৪৭, রোড ৪১, গুলশান ২ এ অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এবং তারা তাদের বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষার্থীদের যোগ্যতা মূল্যায়ন করবেন।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হল- ম্যাকুয়ারি ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ান ক্যাথলিক ইউনিভার্সিটি (এসিইউ), কার্টিন ইউনিভার্সিটি, ডেকিন ইউনিভার্সিটি, এটিএমসি (ফেডারেশন ইউনিভার্সিটি), ভিক্টোরিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (ভিআইটি), এডিথ কোওয়ান কলেজ, আইন্সবেরি কলেজ, এসএআইবিটি, গ্রিফিথ কলেজ, টেয়লার্স কলেজ, অস্ট্রেলিয়া ইনস্টিটিউট অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (এআইবিটি), অলব্রাইট ইনস্টিটিউট, অস্ট্রেলিয়ান বিজনেস অ্যান্ড কালিনারী ইনস্টিটিউট এবং মেলবোর্ন মেট্রোপলিটন কলেজ। ব্যাচেলর, মাস্টার্স, ফাউন্ডেশন, ডিপ্লোমা এবং অ্যাডভান্সড ডিপ্লোমা কোর্সের জন্য বিস্তৃত সুযোগ থাকবে।

এই প্রতিষ্ঠানগুলি ছাড়া, অন্যান্য স্বনামধন্য অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়া, ভিসা প্রক্রিয়া, খণ্ডকালীন কাজের সুযোগ, অধ্যয়ন-পরবর্তী ওয়ার্ক পারমিট, ভ্রমণ ও বাসস্থান, আইইএলটিএস প্রস্তুতি ও নিবন্ধন এবং আরও অনেক বিষয়ে আপনাকে গাইড করার জন্য আমাদের অভিজ্ঞ কাউন্সিলর থাকবে।

আগ্রহী শিক্ষার্থীদের জন্য প্রবেশ ফি ফ্রী রাখা হয়েছে। এই ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মেন্টরস স্টাডি অ্যাব্রোড থেকে বিনামূল্যে ভর্তি এবং ভিসা প্রক্রিয়াকরণ উপভোগ করতে পারবেন। স্পট অ্যাসেসমেন্ট এবং আবেদনের জন্য অনুগ্রহ করে আপনার সার্টিফিকেট/ট্রান্সক্রিপ্ট, পাসপোর্ট এবং অন্যান্য ডকুমেন্ট (যদি থাকে) এর কপি সাথে আনুন।

;