চলতি মাসের মাঝামাঝিতে মাধ্যমিকে পুরোদমে ক্লাস: শিক্ষামন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলতি মাসের মাঝামাঝি থেকে মাধ্যমিকে পুরোদমে ক্লাস শুরুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শুক্রবার(৪ মার্চ) বনানীর হোটেল রেনেসাঁয় স্টাডি ইন ইন্ডিয়া: এডুকেশন ফেয়ারের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী বলেন, ‘আশা করছি এ মাসের মাঝামাঝি থেকেই মাধ্যমিকে পুরোদমে ক্লাস শুরু করতে পারবো।’

পুরোদমে ক্লাস শুরু হলে এ্যাসাইমেন্ট কার্যক্রম চলবে কিনা এমন প্রশ্নে মন্ত্রী বলেন, যেখানে যেখানে হয়তো কেউ আসতে পারছে না, তাদেরকে হয়তো কিছুটা দিতে চেষ্টা করব।

বিজ্ঞাপন

ব্লেন্ডেড এডুকেশন সিস্টেম প্রসঙ্গে মন্ত্রী বলেন, এখন আমরা এর ন্যাশনাল পলিসি করছি। এ মাসের ২৬ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে এর পলিসিটা দেয়ার কথা। এরজন্য আমাদের অনেক ধরণের প্রস্তুতিও দরকার। ব্লেন্ডেড এডুকেশন সিস্টেম চালু করতে হলে আমাদের সকল ক্লাস রুমকে তৈরি করতে হবে। এবং শিক্ষকদের আরও প্রশিক্ষণ দিতে হবে।

দীপু মনি বলেন, যেখানে আমরা পুনর্বিন্যাস করে এইচএসসি পরীক্ষা নিয়েছি সেখানে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ভর্তি পরীক্ষাটাও সেই পুনর্বিন্যাসকৃত সিলেবাসেই হওয়া উচিত, সেটাই যৌক্তিক। আমি ইতোমধ্যে বি বিষয়টি নিয়ে বিএমডিসির প্রধান এবং স্বাস্থ্য মন্ত্রনালয়ের শিক্ষা সংশ্লিষ্ট সচিবের সঙ্গে আলাপ করেছি। তারা বলেছেন বিষয়টি দেখবেন।