পরীক্ষা নিয়ে ‘ফেক’ সংবাদ, সতর্ক করলো জাতীয় বিশ্ববিদ্যালয়

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ‘ফেক’ প্রচারণা চালানো হচ্ছে। এসব প্রতারণামূলক প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থীদের সতর্ক করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বুধবার (১ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা যাচ্ছে, সম্প্রতি বিভিন্ন বেনামি ফেসবুক পেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত সম্পর্কিত কিছু ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতারণামূলকভাবে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।