এইচএসসি পরীক্ষা: চট্টগ্রামে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমল

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় এবার পাস করেছেন ৭৪ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী। যা গত তিন বছরের মধ্যে সবচেয়ে কম।

রোববার (২৬ নভেম্বর) বেলা পৌনে তিনটায় শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে এই ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান।

বিজ্ঞাপন

শিক্ষাবোর্ড সূত্র জানায়, এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ২৭৯টি কলেজ থেকে ১ লাখ ৩ হাজার ২৪৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেন। তাদের মধ্যে ১ লাখ ২ হাজার ৯৪৯ জন পরীক্ষায় অংশ নেন। এই শিক্ষার্থীদের ৭৪ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

এবার মোট ৬ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। সেটিও গত তিন বছরের মধ্যে সবচেয়ে কম।

গত বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৮০ দশমিক ৫০ শতাংশ। আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১২ হাজার ৬৭০।

শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, পাসের হার এবং জিপিএ ৫ প্রাপ্তিতে ছাত্রীরা এগিয়ে আছে। ছাত্র পাসের হার যেখানে ৭১ দশমিক ২৪ শতাংশ সেখানে ছাত্রী পাসের হার ৭৭ দশমিক ২৩ শতাংশ। ৩ হাজার ৪৫৪ জন ছাত্রী যেখানে জিপিএ-৫ পেয়েছেন, সেখানে ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৮৮৫।