রংপুরে এবারও শীর্ষে পুলিশ লাইন্স কলেজ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

রংপুরে এবারও শীর্ষে পুলিশ লাইন্স কলেজ

রংপুরে এবারও শীর্ষে পুলিশ লাইন্স কলেজ

এইচএসসি পরীক্ষার ফলাফলে এবারও জেলার শীর্ষ স্থান ধরে রেখেছে রংপুরের পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ।

রোববার (২৬ নভেম্বর) দুপুর ১২ টায় অনলাইনে প্রাপ্ত ফলাফলে এবারও প্রতিষ্ঠানটি থেকে কৃতকার্য হয়েছে ৭৭৪ জন।

বিজ্ঞাপন

পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৭৭৬ পরীক্ষার্থী। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৪৬০ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৯ দশমিক ৭৪। ২০২২ সালে এই প্রতিষ্ঠান থেকে শতভাগ পাস করেন। সেবারও ফলাফলে শীর্ষে ছিল প্রতিষ্ঠানটি।

এইচএসসির ফলাফলে জেলায় দ্বিতীয় স্থানে রয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর। প্রতিষ্ঠানটি থেকে ৯৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৫ পেয়েছে ৪৭০ জন। পাসের হার ৯৯.৬৯। তৃতীয় হয়েছে রংপুর সরকারি কলেজ। এই প্রতিষ্ঠান থেকে ১১৮০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ ৫ পেয়েছে ৪২৪ জন। পাসের হার ৯৫ দশমিক ৯৩ শতাংশ।

বিজ্ঞাপন

প্রতিবারের মতো এবারও ফল নিয়ে উচ্ছ্বসিত রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। তারা বলছেন কঠিন প্রশ্নপত্রের মধ্যেও ভালো ফলাফল ছিল তাদের জন্য চ্যালেঞ্জ।

পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. জালাল উদ্দিন আকবর বলেন, প্রতিবারের মতো আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের ভালোভাবে পাঠদান দিতে। আমাদের এখানকার শিক্ষকরাও বেশ আন্তরিক। বরাবরের মতো এবারও ফলাফলে শীর্ষ স্থান ধরে রাখতে পারায় আমরা ভীষণ আনন্দিত।