প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির লটারি আজ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করতে ডিজিটাল লটারি অনুষ্ঠিত হতে যাচ্ছে মঙ্গলবার (২৮ নভেম্বর)।

শুরু হবে ডিসেম্বর মাস। চলবে মাধ্যমিক পর্যায়ের ভর্তি কার্যক্রম। সবধরনের ভর্তি পরীক্ষার পরিবর্তে এখন চলমান আছে লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাইয়ের পদ্ধতি।

বিজ্ঞাপন

সেই ধারাবাহিকতায় প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির লটারি আজ। অনুষ্ঠান কর্মসূচি দেখা যাবে ফেসবুক লাইভে।

বেলা ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয় ব্যবস্থাপনায় এই লটারি অনুষ্ঠিত হবে। লটারির এই অনুষ্ঠানটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ফেসবুক পেজ এবং টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার হবে।

বিজ্ঞাপন

মাউশি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।