সরকারি সিদ্ধান্ত না মানলে এমপিও স্থগিত: শিক্ষা উপমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সরকারি সুযোগ সুবিধা পেয়ে যেসব এমপিওভুক্ত স্কুল সরকারের সিদ্ধান্ত মানবে না তাদের এমপিও স্থগিত করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান করা ও তাকে প্রস্তুত করা। কিন্তু দেখা যাচ্ছে স্কুলের ভর্তির জন্য তাকে পরীক্ষা দিতে হচ্ছে এবং পরীক্ষায় পাশের জন্য কোচিং করতে হচ্ছে। তার মানে ওইসব প্রতিষ্ঠান রেডিমেইড শিক্ষার্থী চায়। রেডিমেইড শিক্ষার্থী স্কুলে ভর্তি হলে শিক্ষকদের কাজটা কি? অভিভাবকরা সামাজিক পরিচয়ের জন্য কথিত নামি-দামি স্কুলে তার সন্তানকে ভর্তি করাতে প্রতিযোগিতায় নামেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্কুল ভর্তির লটারির ফলাফল কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, শিক্ষায় কখনো বৈষম্য থাকতে পারে না। শিক্ষা ও স্কুলে ভর্তি সবার অধিকার। সরকার কখনো বৈষম্যকে সমর্থন করে না। অথচ দীর্ঘদিন ধরে আমরা এই বৈষম্যকে প্রাতিষ্ঠানিকভাবে লালন করেছি। সমাজের সকল শ্রেণির, সকল পেশার মানুষ যাতে সব স্কুলে ভর্তি হতে পারে সেই সুযোগ নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপক জাহিদুর রহমান বলেন, ৩ হাজার ৮৪৬টি প্রতিষ্ঠান ২০২৪ সালে ডিজিটাল ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে। তিনটি ধাপে এই প্রক্রিয়া সম্পাদন করা হয়েছে। একজন শিক্ষার্থী ভর্তির জন্য ওয়েবসাইটে তার চাহিদা জানিয়েছে ও সে অনুযায়ী পেমেন্ট করেছে। তারপর ভর্তি নীতিমালা অনুযায়ী স্কুলে আসন দেওয়া হয়েছে। গত ৪ বছর ধরে খুব নির্ভরতার সঙ্গে এই প্রক্রিয়াটি কাজ করছে।