নৈপূণ্য অ্যাপ: মূল্যায়ন কার্ড ডাউনলোডের সময় নির্ধারণ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের তথ্য 'নৈপূণ্য অ্যাপে' এন্ট্রি এবং রিপোর্ট কার্ড ও ট্রান্সক্রিপ্ট ডাউনলোডের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে নির্দেশনা জারি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষকরা রিপোর্ট কার্ড, বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্ট ও আচরাণিক ট্রান্সক্রিপ্ট ডাউনলোড করতে পারবে। দুপুর ১টার পর থেকে শিক্ষকরা মূল্যায়নের তথ্য এন্ট্রি করতে পারবেন। তবে দুপুর ১টার পর রিপোর্ট কার্ড, বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্ট ও আচরাণিক ট্রান্সক্রিপ্ট ডাউনলোড বন্ধ থাকবে। 

নির্দেশনায় বলা হয়, নতুন জাতীয় শিক্ষাক্রম অনুসারে শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড, আচরণগত ট্রান্সক্রিপ্ট ও বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্ট আগামী ২২ ডিসেম্বর প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ধারিত লিংকটি ব্যবহার করে সংগ্রহ বা ডাউনলোড করতে পারবেন।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শ্রেণি শিক্ষকরা তাদের ড্যাশবোর্ডের নির্ধারিত লিংক (evaluation.noipunno.gov.bd) থেকে শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড ডাউনলোড করতে পারবেন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এই সময় শিক্ষার্থীদের মূল্যায়ন কার্যক্রম বন্ধ থাকবে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বিষয় শিক্ষকরা তাদের নিজ নিজ আইডি থেকে বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্ট ডাউনলোড করতে পারবেন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দুপুর ১টার পর থেকে রিপোর্ট কার্ড, বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্ট ও আচরণিক ট্রান্সক্রিপ্ট ডাউনলোড কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষার্থীদের মূল্যায়ন কার্যক্রম দুপুর ১টার পর থেকে বিষয় শিক্ষকরা চালিয়ে যেতে পারবেন।

অধিদপ্তর আরও বলছে, শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড ডাউনলোড করার আগে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের সব তথ্য দিতে হবে। প্রতিষ্ঠান ও শিক্ষকের সব তথ্য সংশোধনের সুযোগ চালু করা হয়েছে। প্রয়োজনীয় তথ্যগুলো সংশোধন করে হালনাগাদ করতে হবে। তাহলে রিপোর্ট কার্ডে সব তথ্য সঠিকভাবে দেখতে পারবেন।