জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন জানুয়ারিতে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ বর্ষে শিক্ষার্থীদের ভর্তি আবেদন ও বিজ্ঞপ্তি আগামী বছরের জানুয়ারি মাসে প্রকাশ করা হবে। ক্লাস শুরু হবে মার্চের শুরুতে। আগের বছরের মতো এবারও জিপিএ নম্বরের ওপর ভিত্তি করে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (২৩ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

উপাচার্য বলেন, '২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির বিষয়ে প্রাথমিক কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানুয়ারির মাঝামাঝি আবেদন শুরু হবে। এ সংক্রান্ত সব তথ্য দেওয়া হবে ওয়েবসাইটে।' 

তিনি বলেন, 'ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করা হবে। এরপর মার্চের প্রথমদিকেই শুরু হবে প্রথম বর্ষের ক্লাস। শিগগিরই এ সংক্রান্ত সভা করে তারিখ চূড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে সবাইকে।' এ তারিখ আরও আগেই দেওয়ার চেষ্টা থাকলেও কিছু জটিলতার কারণে হয়নি বলে জানান তিনি। 

জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবারও আগের নিয়মে শিক্ষার্থী ভর্তি করানো হবে। এসএসসি এবং এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ভিত্তিতে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। আলাদা করে কোনো পরীক্ষা হবে না।